ঢাকা,রোববার, ২৬ জানুয়ারী ২০২৫

সড়কবাতি স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি :: সড়কবাতি স্থাপন প্রকল্পে অনিয়ম–দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন– দুদক। অভিযানে সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক দল। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান চলে দুপুর দেড়টা পর্যন্ত।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু জানান, পৌরসভা কর্তৃক নিম্নমানের সড়কবাতি লাগিয়ে প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অন্যান্য সংস্থা কর্তৃক নিম্নমানের সিসি ক্যামেরা লাগিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। পৌরসভার কর্মকর্তাদের জেরা ও কাগজপত্র যাচাই করে দুর্নীতির আলামত সংগ্রহ করা হয়েছে। এগুলো যাচাই ও আরো অধিকতর অনুসন্ধান করে অভিযোগ দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানের পর গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, শহরের প্রধান সড়কসহ মূল সড়কগুলো সড়ক বিভাগ ও কঙবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে। তারাই দেখভাল ও রক্ষণাবেক্ষণ করে। তাছাড়া যে প্রকল্পের সড়কবাতি কেনা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রকল্পটি তার যোগদানের অনেক আগের এবং সেখানে অনেকগুলো পক্ষ জড়িত।

গত ৫ আগস্ট পট পরিবর্তনের থেকে পলাতক রয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বর্তমানে তার স্থলে পৌরসভার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত আফরোজ।

পাঠকের মতামত: