ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ক্বওমি আলেমরা

ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায় 

অনুষ্ঠানে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম বক্তব্যের একপর্যায়ে ক্বওমি-আলিয়ার আলেমদের ছোটোখাটো মতপার্থক্য ভূলে ঐক্যের আহ্বান জানান । পরে বানিয়াছর মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারি নুরুচ্ছুলতান ,৫৫টি মাদ্রাসা নিয়ে গঠিত ক্বওমি আলেমদের প্লাটফর্ম চকরিয়া তানজিমে আহলে হক সংগঠনের বৈঠকে আমন্ত্রণ জানান।

বক্তারা আরো বলেন, দ্বীন বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আলেমরা শুধু-খানকা ও মসজিদে বসে থাকলে হবে না। সকল মতের আলেমদের ঐক্যের মাধ্যমে দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।

পাঠকের মতামত: