ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মাটির টপ সয়েল কেটে বিক্রি : অভিযানে স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ

কক্সবাজারের চকরিয়ায় পরিবেশ আইন অমান্য করে অবৈধ ভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে গাড়ি যোগে বিক্রির অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও তিনটি মিনি পিকআপ (ডাম্পার) গাড়ি জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন অভিযান পরিচালনা করেন গতকাল দুপুরে কোনাখালী  ইউনিয়নের সিকদারপাড়া ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে এসব গাড়ি ও স্কেভেটর জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফান উদ্দিন অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কৃষি জমির মাটি কাটা নিষিদ্ধ। তাছাড়া কৃষি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। উপজেলার ১৮ ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাটি ও পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসন থেকে একের পর এক অভিযান পরিচালনা করা হলেও কোন কিছুতেই থামছে না
মাটি কাটা। তাই ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন থেকে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, অভিযানের সময় কোনাখালী ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’এর সংশ্লিষ্ট ধারায় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। এসময় গাড়ির চালক ও মাটি কাটার কাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
অভিযানের সময় চকরিয়া থানা পুলিশের একটি টিম ও পূর্ব বড় ভেওলা  ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: