ঢাকা,বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার এক ব্যক্তিকে বাঁশখালীতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী ::  চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম, বয়স আনুমানিক ৩৭ বছর, পিতার নুরুল ইসলাাম শুধু এতো টুকুই বলতে পেরেছে। উপরের ছবিতে থাকা ব্যক্তিকে এভনরমেল ভাবে পড়ে থাকাবস্থায় পাওয়া গেছে, বাঁশখালী উপজেলার সরল গ্রামের ৩ ওয়ার্ডে পাওয়ার গেছে। তার জ্ঞান ফেরার পব তার নাম সাইফুল ইসলাম ও তার পিতার নাম নুরুল ইসলাম বলে জানান। ওইব্যক্তি বর্তমানে বাঁশখালীর মোহাম্মদ ফারুক নামের একব্যক্তির হেফাজতে রয়েছে।  তার মোবাইল নং- ০১৬৪৬৬৬৩৭৮৫ ফারুক এর সাথে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন।

পাঠকের মতামত: