ঢাকা,বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

মানিকপুর বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও আতিকুর রহমান

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে সরেজমিনে পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আতিকুর রহমান।
শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান পরিদর্শনে বিদ্যালয়ের ভবন, শ্রেণি  কার্যক্রম ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশসহ সমৃদ্ধি কামনা করেন তিনি।
পরে ইউএনও আতিকুর রহমান স্থানীয় এলাকাবাসীর সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মতবিনিময় সভা করেন। এসময় তিনি উপস্থিত স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে অনুপ্রেরণা ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজের ভালো কর্ম গুলো মানুষ আমরণ স্মরণ রাখবে। পরিশ্রম ও অধ্যবসায়ী ছাড়া মানুষ কখনো সফল হয় না। এই জনপদে নতুন করে ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যালয় প্রতিষ্ঠার যে মহৎ উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এলাকার মানুষের সদিচ্ছা ও আন্তরিকতার যেন কোন ধরণের ঘাটতি না থাকে। স্থানীয়রা সুন্দর, উদার মনমানসিকতা নিয়ে এগিয়ে না আসলে কখনো একটি শিক্ষা প্রতিষ্ঠান পুর্ণাঙ্গ রূপ পাবেনা। একটি বিদ্যালয়ের শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার মানসম্মত শিক্ষা। তাই সকলকে আন্তরিকতার সহিত এই বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।

বিদ্যালয় পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মানিকপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নাছির উদ্দিন মেম্বার, মানিকপুর এলাকার কৃতি সন্তান ইউপি সচিব নুরুল আলম, মানিকপুর বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: কাইছার, মানিকপুর বেগম আয়েশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান সরওয়ার, বিএনপি নেতা ডা: ফেরদৌস আহমদসহ স্থানীয় বিভিন্ন শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইতিমধ্যে মানিকপুর বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে সরেজমিনে এসে পরিদর্শন করে গেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম ও শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী।

পাঠকের মতামত: