ঢাকা,সোমবার, ৪ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অবৈধ ৩টি স মিল সিলগালা: বাজারে ৪৫কেজি পলিথিন জব্দ

জিয়াউল হক জিয়া, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ ৩টি সমিল সিলগালা,মেশিন,গাছ জব্দ সহ কাঁচা বাজার থেকে প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে এসব সিলগালা ও জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন। তিনি জানান-উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি ষ্টেশনস্হ ফোর ষ্টার,টু-স্টার,মিনার নামের অবৈধ ৩টি করাত কল বা সমিল সিলগালা সহ পাঁচটি মেশিন, ছয়টি চাকা, করাত এবং আনুমানিক ২৫/৩০ ঘনফুট বিবিধ গাছ জব্দ করে ডুলাহাজারা বিট হেফাজতে নিয়ে আসা হয়েছে।
পরবর্তীতে চকরিয়া কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪০/৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে নষ্ট করার হয় এবং বিভিন্ন মেয়াদে পরিবেশ আইনে জরিমানা করা হয়েছে।
এছাড়াও অভিযানে সেনাবাহিনী,থান পুলিশ, ফাঁসিয়াখালী রেঞ্জের বিভিন্ন বিটের বিট অফিসার, স্টাফ, সিপিজির সদস্যগন অভিযানে অংশ নিয়েছিলেন।

পাঠকের মতামত: