ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে র‌্যাব-১৫ এর অভিযানে ৬ ডাকাত গ্রেফতার: বিপুল অস্ত্র উদ্ধার

মনির আহমদ, কক্সবাজার :: কক্সবাজার সদরের কস্তুরীঘাট নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময়
বিপুল পরিমাণ দৈশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে। আজ সোমবার ২০ নভেম্বর ভোররাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী
ভূমিকা পালন করে আসছে। এ পর্যন্ত জঙ্গি, মাদক ব্যবসায়ী, জালনোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ,
মানবপাচারকারী, প্রতারক, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী সন্ত্রাসীসহ
ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে।

সম্প্রতি কক্সবাজার শহর’সহ জেলার অন্যান্য উপজেলায় প্রায় প্রতিনিয়তই ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও
ধর্ষণের মত অপরাধ সমূহ সংঘঠিত হওয়ার প্রেক্ষিতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য
র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় একটি ডাকাত দল
দেশীয় অস্ত্র-শস্ত্রসহ কক্সবাজার সদরের পৌরসভাস্থ কস্তুরীঘাট নতুন ব্রীজ এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের
ভিত্তিতে ২০ নভেম্বর ২০২৩ ভোর রাতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানের
বিষয়টি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা দিক-বিদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে।

এ সময় পলায়নরত ডাকাতদের মধ্যে ধাওয়া করে জলদুস্য সর্দার আব্দুল খালেক’সহ ছয়জন ডাকাত’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এবং উদ্ধার করা হয়

৩টি দেশীয় তৈরী এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১টি একনলা বন্দুক, ২টি কিরিচ, ১টি রামদা, ২টি টর্চলাইট, নগদ
আটার হাজার তিনশত টাকা এবং ৮টি মোবাইল ফোন।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মোঃ আব্দুল খালেক (২৯), পিতা-মৃত লোকমান হাকিম, সাং-দক্ষিণ মুহুরী পড়া, সদর,
কক্সবাজার, মোঃ সাইফুল ইসলাম সাদ্দাম (২৫), পিতা-মোঃ হোসাইন সৈয়দ হোসাইন, সাং-উত্তর নুনিয়ারছড়া,
০২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, বর্তমান দক্ষিণ মুহুরী পাড়া, বিসিক, সদর, কক্সবাজার, মোঃ আরিফুল ইসলাম (২৬),
পিতা-মৃত শাহজাহান, সাং-বড় বাজার, পেশকার পাড়া, সদর, কক্সবাজার। মোঃ খাইরুল আমিন (৩০), পিতা-আবুল বাছের,
সাং-দক্ষিণ মুহুরী পাড়া, সদর, কক্সবাজার। মোঃ রায়হান (২৫), পিতা-খুইল্যা মিয়া, সাং- দক্ষিণ ঘোনার পাড়া, ০৯নং
ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, বর্তমান সাং-দক্ষিণ মুহুরী পাড়া, সদর, কক্সবাজার।আব্দুল্লাহ আল নোমান (২৬), পিতা-মৃত
আব্দুর রশিদ, সাং-দেবেঙ্গা পাড়া, মহেশখালী, কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্দীঘদিন ধরে অপরাধমূলক নানাবিধ কর্মকান্ডের সহিত জড়িত রয়েছে
মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃত ডাকাত চক্রটি কস্তুরীঘাট নতুন ব্রীজের এলাকায় সমবেত হয়ে পরস্পর
জ্ঞাতসারে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।

আরো জানা যায় যে, ডাকাত দলটি ইতিপূর্বে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়- প্রীতি প্রদর্শন করতঃ ডাকাতি’র পাশাপাশি চুরি, ছিনতাই এবং অপহরণ ও মুক্তিপণ আদায়’সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করতো। রেকর্ডপত্র যাচাইয়ান্তে ধৃত ডাকাত দলের আব্দুল খালেকের বিরুদ্ধে ০৯টি, সাইফুল ইসলাম @ সাদ্দামের ০৫টি, আরিফুল ইসলামের ০৩টি এবং খাইরুল আমিনের ০৩টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর মিডিয়া সেল।

পাঠকের মতামত: