ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় দুইবছরের এক সাজাপ্রাপ্ত আসামি আবদুল আজিজ প্রকাশ লিটন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে হারবাং পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আবদুল আজিজ লিটন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দক্ষিণ শান্তিবাজার এলাকার আনোয়ার হোসেন এর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নারী ও শিশু নির্যাতনের আইনে ২০১৯ সালের একটি মামলায় (নং ২৭৪/১৯) আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আসামি আবদুল আজিজ কে দুইবছরের কারাদণ্ড দিয়েছেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।

ওসি বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী আবদুল আজিজ কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

পাঠকের মতামত: