ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়া প্রেসক্লাবের পেশাদার ৪ সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের ৪জন পেশাদার সাংবাদিককে মামলা দিয়ে হয়রাণীর প্রতিবাদে এবং মামলা থেকে দ্রুত অব্যাহতি দেয়ার দাবীতে আজ ২০ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টায় বিশেষ জরুরি সভা ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মিজবাউল হকের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল মজিদ, সিনিয়র সাংবাদিক বশির আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক এএম ওমর আলী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ, যুগ্ম সম্পাদক একেএম বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, নির্বাহী সদস্য আবদুল মতিন চৌধুরী, এম জিয়াবুল হক, কেএম নাসির উদ্দিন, একেএম ইকবাল ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ রনি, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, আপ্যায়ন সম্পাদক এস এম হান্নান শাহ, প্রবীণ সাংবাদিক এম মোস্তফা কামাল উদ্দিন, মনসুর আলম রানা, নাজমুল সাঈদ সোহেল, এম নুরুদ্দোজা জনি, নিজাম উদ্দিন, মোস্তফা কামাল, ওয়াহিদ হাসান রাহী, ইউসুপ বিন হোসাইন, আরাফাত হোসেন, এম নুরুল আমিন টিপু, রাজু দাশ, কামাল উদ্দিন, রুহুল কাদের, বিজন বিশ্বাস, মোঃ জকরিয়া, রিয়াদ উদ্দিন, মঈনুর রশিদ শামীম, রুবেল খান প্রমূখ। ব্যক্তিগত ব্যস্ত থাকায় সভার সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করেছেন নির্বাহী সদস্য প্রথম আলো প্রতিনিধি এসএম হানিফ, সিনিয়র সহসভাপতি ইত্তেফাক প্রতিনিধি এমএইচ আরমান চৌধুরী, সহসভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুকুল কান্তি দাশ, প্রবীণ সাংবাদিক কালবেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সদস্য ফেরদৌস ওয়াহিদ, এড. ফয়জুল কবির, সাঈদী আকবর ফয়সাল, হেলাল উদ্দিন হেলালী, বশির আলম, ওসমান সরওয়ার প্রমূখ।

পাঠকের মতামত: