ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

আল্লামা সাঈদী ও শহীদ ফোরকানের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তিঃ বিশ্ব বরেণ্য মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদী রহ. ও চকরিয়ায় গায়েবানা জানাযাকে কেন্দ্র আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ফোরকান উদ্দিনের মাগফিরাত কামনায় শহর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের নয় তিনি বিশ্ব মুসলিম উম্মাহর সম্পদ ছিলেন। ইসলাম বিদ্বেষী ও নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্র ও শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যাচার করে দীর্ঘ তের বছর কারা প্রকোষ্টে বন্দি করে রেখেছিল। দুনিয়ার আদালতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন কিয়ামতের দিন নিঃসন্দেহে ন্যায় বিচার পাবেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তার রেখে যাওয়া অসংখ্য দাওয়াতি উপকরণ সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দিয়ে ইকামাতে দীনের পক্ষে মানুষকে সংগঠিত করত হবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ্ তায়ালা তাঁর যাবতীয় নেক আমল কবুল করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করুন। তিনি আরো বলেন, আল্লামা সাঈদীর গায়েবানা জানাযায় চকরিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ফোরকান উদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একজন নিরীহ মানুষের বুকে তাজা বুলেট নিক্ষেপকারী যুবলীগ সন্ত্রাসীদের কে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুন। জামায়াত নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। আমরা ফোরকান উদ্দিনের মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ্কে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন । শহর জামায়াতের নায়েবে আমীরের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, দেলাওয়ার হোছাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনছারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদি, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালি উপজেলা উত্তর আমীর নজরুল ইসলাম প্রমুখ।

কেন্দ্র ঘোষিত দোয়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলার সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালি, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের প্রায় দুইহাজারটি দোয়া মাহফিল স্থানীয় জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এসকল দোয়া অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত: