ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

জাতীয় শোক দিবসে

চকরিয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত

এম জিয়াবুল হক, চকরিয়া ::
১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের জনসাধারণ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের।

জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ১৫ আগস্ট সকালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে চকরিয়া উপজেলা পরিষদে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) সংসদ সদস্য ও চকরিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল রাকিব উর রাজা, চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশের উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এরপর বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদোগে চকরিয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার -১(চকরিয়া -পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম, চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ, চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন প্রমুখ।

পাঠকের মতামত: