ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মানসিক প্রতিবন্ধী জমির উদ্দিন নিখোঁজ, সন্ধান পেতে পরিবারের ফরিয়াদ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
বন্যার আগেরদিন থেকে নিখোঁজ রয়েছেন মানসিক প্রতিবন্ধী যুবক জমির উদ্দিন (৩৪)। নিখোঁজ জমির উদ্দিন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া গ্রামের বাসিন্দা আবদুল ওয়াহাব এর ছেলে। তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক মাস্টার আবদুর রাজ্জাক এর ভাতিজা।

তাঁর বাবা আবদুল ওয়াহাব জানান, বন্যার একদিন আগে (৬ আগস্ট) সকালে বাড়ি থেকে বের হয়ে জমির উদ্দিন আর বাড়ি ফিরেনি। তিনি মানসিক প্রতিবন্ধী ছেলের সন্ধান পেতে সমাজের সকলস্থরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সুহৃদয়বান কেউ মানসিক প্রতিবন্ধী যুবক জমির উদ্দিনের সন্ধান পেলে নীচের মোবাইল ফোন নাম্বারে একটু জানানোর জন্য বিনীত অনুরোধ করেছেন পরিবার সদস্যরা। সবার কাছে পরিবারের পক্ষে ছোট ভাই মোহাম্মদ ইসমাইল ( 01813543878) ও স্থানীয় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর এম নুরুস শফি (01817274976) বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত: