ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য পথযাত্রা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
“নিরাপদ মাছ ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে চকোরিয়া উপজেলায় শুভ উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার সুগন্ধা মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র‌্যলি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোয়াটারস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মিলটন দাশের সঞ্চালনায় বর্ণাঢ্য মৎস্য সপ্তাহের আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. ফারহান তাজিম।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ উদ্দিন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সফল মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দিন ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি রবি দাশ। পরে অতিথিবৃন্দ মৎস্য খাতে ব্যবসা, চাষ ও পরিচর্যায় সফলতার জন্য জাফর আলম সিআইপি, মো. আলাউদ্দিন ও নাজিম উদ্দিনের হাতে স্বীকৃতিস্বরূপ সনদপত্রসহ বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পাঠকের মতামত: