চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উদ্যোগে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার সকালে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (উপপরিদর্শক) খোকন কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মো: আবু মুছা, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক কামাল আজাদসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: