ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় পুলিশের কব্জায় ৯ মামলার পলাতক আসামি কলিম উল্লাহ

এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অন্তত ৯টি মামলার পলাতক আসামি কলিম উল্লাহকে (৩২) কব্জায় নিয়েছেন। সংরক্ষিত বনাঞ্চলের গাছ চুরি, মারামারি, দস্যুতাসহ মোট ৯ মামলার আসামি কলিম উল্লাহকে গতকাল বুধবার ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কলিম উল্লাহ ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী গ্রামে ছগির আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, কলিম উল্লাহ পুলিশ ও বন বিভাগের তালিকাভুক্ত বনদস্যু। দস্যুতা ছাড়াও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানা এক ডজন মামলা রয়েছে। চকরিয়া থানায় ছয়টি বন মামলা, মারামারি ও দস্যুতাসহ মোট ৯টি মামলা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কলিম উল্লাহের বিরুদ্ধে ৬টি ওয়ারেন্ট ও ০৩ টি নিয়মিত মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত: