ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কমিটি গঠন ছাড়াই ফিরে গেলেন কেন্দ্রীয় নেতারা

মহেশখালী যুবলীগের সম্মেলনে বাকবিতণ্ডা, চেয়ার ছোড়াছুড়ি

মহেশখালী প্রতিনিধি :: সুদীর্ঘ ২০ বছর পর মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন হলেও দলীয় বাকবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ির মতো ক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে কমিটি গঠন ছাড়াই ঢাকায় ফিরে গেলেন কেন্দ্রীয় নেতারা।

অবশেষে কক্সবাজার জেলা সদর, রামু, উখিয়া ও কুতুবদিয়া উপজেলার মতো মহেশখালী উপজেলা যুবলীগের কমিটি ঘোষণার দায়িত্ব চলে গেল ঢাকা কেন্দ্রীয় যুবলীগের হাতে। গতকাল ১৩ মার্চ মহেশখালী পৌরসভার বাবুরদিঘী পাড় সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে উপজেলা যুবলীগের আহ্‌বায়ক সাজেদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামালের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন কঙবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কঙবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ।

পাঠকের মতামত: