ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

মহেশখালী প্রতিনিধি :: মহেশখালীতে জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাংলাবাজার পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল কবির (২৫)। তিনি উক্ত গ্রামের জেবর মুল্লুকের পুত্র। এ ঘটনায় উভয় পক্ষের আরো দুই ব্যক্তি আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার বশির আহমেদের সাথে প্রতিবেশী জেবর মুল্লুকের পুত্র নুরুল কবিরের বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় উভয়ের মধ্যে কথা–কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বশির আহমদ তার আত্মীয় স্বজন নিয়ে নুরুল কবিরের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পিতাকে উদ্ধারের জন্য তার ছেলে নুরুল আবছার এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। মারাত্মক আহত নুরুল কবির ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষে বশির আহমদের পুত্র আইয়ুব আলীও আহত হয়।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনার সংবাদ পেয়ে মাতারবাড়ি পুলিশ ক্যাম্প থেকে রাত সাড়ে ১১টায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা এখন ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত আরও পরে জানা যাবে।

 

পাঠকের মতামত: