ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পেকুয়া সরকারি হাসপাতালে চালু হলো দেশের প্রথম বৈকালিক ডায়গস্টিক সেবা

লাবণ্য রাণী পূজা :: কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পর্যায়ে দেশের প্রথম পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক ডায়গনস্টিক সেবা। গতকাল ৪ই অক্টোবর (মঙ্গলবার) সকালে বৈকালিক এই সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি।

এই বৈকালিক ডায়গনস্টিক সেবার মাধ্যমে পেকুয়া সরকারি হাসপাতালে আসা রোগীরা ব্লাড টেস্ট, ডায়বেটিস,ম্যালেরিয়া, হেপাটাইটিস সি,গর্ভবতী টেস্ট, টাইফয়েড টেস্টসহ প্রায় ১৪টি টেস্ট রোগীরা বিনামূল্যে করতে পারবেন।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বিএ, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার এম এ মনছুর, ডাক্তার মাহাবুবুল আলম (রোগ নিয়ন্ত্রণ) সহ আরো অনেকে৷

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন মাজেদ চৌধুরী চকরিয়া নিউজকে বলেন, এটি দেশে উপজেলা পর্যায়ে প্রথম এই বৈকালিক সেবার মাধ্যমে বিকেল ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ১৪টি পরিক্ষা বিনামূল্যে করতে পারবেন যেকোনো রোগীরা।

তিনি আরো বলেন, পেকুয়া হাসপাতাল আগের চেয়ে এখন আরো অনেক উন্নত এবং আধুনিকায়ন হয়েছে। নিয়মিত রোগীরা সেবা নিচ্ছেন, আমরা চেষ্টা করছি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

পাঠকের মতামত: