ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, উত্তাল ঢেউয়ে কূলে ফিরেছে শতাধিক ট্রলার

মহেশখালী সংবাদদাতা :: নিম্নচাপের কারণে কক্সবাজারের মহেশখালীর উপকূলীয় মাতারবাড়ি ও ধলঘাটাসহ আরও কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে জোয়ারের পানিতে ডুবে গেছে স্থানীয়দের ঘর-বাড়ি। অন্যদিকে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে সাগরে পাতানো বেশকিছু জাল ছিঁড়ে যাওয়ায় তীরে ফিরেছে শত শত ট্রলার।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মহেশখালী-বদরখালী নৌ-চ্যানেলের বদরখালী জেটিঘাটে গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে সাগর থেকে ৩০-৪০টি ফিশিং ট্রলার নোঙর করে আছে। ঢেউয়ের আঘাতে অনেক ট্রলারের জাল ছিঁড়ে গেছে। সেই ছেঁড়া জাল জেটিতে বসে মেরামত করছেন জেলেরা।

এফবি অলি আহমদ ট্রলারের জেলে শ্রমিক আনোয়ার জানান, সাগরে পাহাড় সমান ঢেউ। জাল ফেলার উপায় নেই। ঢেউয়ে পড়ে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই চলে এসেছি। ঢেউয়ের আঘাতে সাগরে পেতে রাখা অনেক ট্রলারের জাল ছিঁড়ে গেছে।

জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকার বেশিরভাগ ট্রলার উপকূলে নোঙর করেছে। আবহাওয়া বার্তা শোনার পরপরই সেগুলো সাগর থেকে উপকূলে ফিরে এসেছে।

এদিকে জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়েছে। সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

 

পাঠকের মতামত: