ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে স্কেভেটর জব্দ

মহেশখালী প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় অভিযান চালিয়ে একটি স্কেভেটর জব্দ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা আশরাফ আলীর ঘোনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।

জানা যায়, আশরাফ আলী ঘোনায় একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, পাহাড়ের জমি জনৈক আয়ুব আলীর দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় জাহেদ সিকদার নামের এক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটার দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলার আশরাফ আলীর ঘোনায় অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় একটি স্কেভেটর আটক করা হয়। এসময় যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয় নি। এছাড়া তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন।

পাঠকের মতামত: