ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বাঁচতে চাই কুতুবদিয়ার শিশু সাদেক হোসেন 

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে কিডনি সমস্যা ও পেটের ব্যাথায় আক্রান্ত অস্বচ্ছল এক অসহায় বাবার মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আনিচের ডেইল এলাকার নুরুল হোছাইনের পুত্র মো. সাদেক হোসেন (১০) প্রায় ২ বছর যাবৎ কিডনি সমস্যা ও পেটের ব্যাথায় আক্রান্ত। এ যাবৎ নুরুল হোছাইনের সহায় সম্বল বিক্রি করে ও বন্ধুদের সহযোগিতায় চিকিৎসার খরচ বহন করেছে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন উন্নত চিকিৎসা নেয়ার জন্য ভারতে নিয়ে যেতে। কিন্তু সহায় সম্বলহীন নুরুল হোছাইন নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় তার পুত্র সাদেক হোসেনকে বাড়িতেই রেখেছেন। এমতবস্থায় তিনি ও তার পরিবার চিকিৎসা ব্যয়ভার বহন করতে অক্ষম। তাই সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।

শিশু মো. সাদেক হোসেন কান্নায় ভেঙ্গে পরে বলেন, আমি বাঁচতে চাই। আমার চিকিৎসার জন্য বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা চাই। উন্নত চিকিৎসা পেয়ে আল্লাহর রহমতে যদি ভালো হয়ে থাকলে কোরআনের হাফেজ হবো। নুরুল হোছাইনের সাথে যোগাযোগ ও মানবিক সাহায্য পাঠাতে  (বিকাশ ও নগদ পার্সোনাল) +8801867467487

পাঠকের মতামত: