ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মহেশখালীতে অবৈধ করাতকল উচ্ছেদ

মহেশখালী সংবাদদাতা :: কক্সবাজারের মহেশখালীতে একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালারমারছড়ার মিজ্জির পাড়ায় অভিযান চালিয়ে করাতকলটি উচ্ছেদ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন।

তিনি বলেন, করাতকলটি দীর্ঘদিন পরিচালনা করা হচ্ছিল। এর ছিল না বৈধ কোন কাগজপত্রও। তাই ঘটনার সত্যতা মেলায় অভিযান চালিয়ে অবৈধ এই করাতকলটি উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে। তাদের কর্মকাণ্ডের ফলে বনাঞ্চল ও সামাজিক বনায়ন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

ভ্র্যাম্যমাণ আদালতের অভিযানে রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয়সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: