ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মুনতাহা (১৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জহির আলী সিকদার পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। শিশু মুনতাহা ওই গ্রামের শাহ জাহানের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি ছাবের আহমদ।

মুনতাহা লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে যায়। পরে, স্থানীয়রা মুনতাহাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাব বেগম তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: