নিজস্ব প্রতিনিধি, আলীকদম :: বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১-এ গুণী সাংবাদিক সম্মাননা অর্জন করায় লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার (৮ জুন) সন্ধ্যায় আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ এর নেতৃত্বে সাংবাদিকরা তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
জানা গেছে, সাংবাদিকতা পেশায় দীর্ঘ প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন গুণী সাংবাদিক লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। সম্প্রতি তাঁকে গুণী সাংবাদিক হিসেবে বসন্ধুরা গ্রুপ কর্তৃক ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’-এ গুণী সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
বুধবার আলীকদম প্রেসক্লাবের পক্ষে তাঁর এ অর্জনকে সম্মান জানাতে লামা প্রেসক্লাবে উপস্থিত হন প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম জিয়াউদ্দিন জুয়েল, ভোরের কাগজের আলীকদম প্রতিনিধি শুভরঞ্জন বড়ুয়া ও দৈনিক আজকের পত্রিকার আলীকদম প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমুখ।
এ ব্যাপারে আলীকদম প্রেসক্লাব সভাপতি বলেন, প্রিয়দর্শী বড়ুয়ার এ অর্জন বান্দরবান জেলার সাংবাদিকদের জন্য একটি প্রাপ্তি ও সম্মান। তিনি এতদাঞ্চলে সাংবাদিকদের মধ্যে একজন পথিকৃত। এ চারণ সাংবাদিক একজন বীর মুক্তিযোদ্ধাও। তাঁর এ অর্জনে আলীকদম প্রেসক্লাবের সদস্যরা আনন্দিত।
পাঠকের মতামত: