ফাইতং (লামা) সংবাদদাতা :: বান্দরবানের লামায় অস্ত্রসহ অংচিং থোয়াই মার্মা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অংচিং থোয়াই মার্মা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মার্মার ছেলে।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফাইতং ইউনিয়নে শিবাতলী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তার অংচিং থোয়াই মার্মা অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখাচ্ছেন। পরে স্থানীয় জনগণ ও ফাইতং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অস্ত্রসহ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ফাইতং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপু দে চকরিয়া নিউজকে জানান, অস্ত্রসহ যুকবকে দেখতে পেয়ে ফাইতং এলাকাবাসী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এসময় একটি পুলিশ টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ অংচিং থোয়াই মার্মাকে গ্রেপ্তার করে লামা থানায় সোপর্দ করা হয়েছে।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনী প্রক্রিয়া শেষে তাকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হবে।
পাঠকের মতামত: