ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধ আহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ে গরু চরাতে গিয়ে বন্যহাতির আক্রমণে নবী হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। নবী হোসেন খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সেগুনবাগিচা এলাকার নুরুল আমিনের ছেলে।

আজ বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার খুটাখালী বনবিটের তানজুককাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শামসুল আলম বলেন, ‘সকালে গরুর পাল নিয়ে পাহাড়ে গরু চরাতে যায় বৃদ্ধ নবী হোসেন। পরে পার্শ্ববর্তী তার ধান চাষ দেখতে গেলে পথিমধ্যে একটি বন্যহাতির সামনে পড়ে যান তিনি। এসময় হাতির আক্রমণের শিকার হয়। মৃত ভেবে হাতি চলে গেলে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বলেন, ‘সংরক্ষিত বনে গরু চরাতে গিয়ে নবী হোসেন বন্যহাতির আক্রমনের শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 

পাঠকের মতামত: