ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সাড়ে ২১ কেজি গাঁজা’সহ দম্পতি আটক

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ::
চকরিয়া উপজেলার খুটাখালী থেকে সাড়ে ২১ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৫) সদস্যরা।
আটকরা হলেন কক্সবাজার কলাতলী লাইট হাউস পাড়া এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৪৮) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (৪১)।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কতিপয় মাদক কারবারী চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের দক্ষিণ পাশে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি দল রাতে ওই স্থানে পৌঁছে তাদের আটক করে। এ সময় তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক মাদক কারবারীরা দীর্ঘ সময় যাবৎ কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা রজু করা হচ্ছে।

পাঠকের মতামত: