ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়া বিএমচর ইউপি নির্বাচনে

আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন: নতুন প্রার্থী সাবেক চেয়ারম্যান বদিউল আলম

এম.জিয়াবুল হক, চকরিয়া :: আগামী ২৮ নভেম্বর তৃতীয়ধাপে অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার বিএমচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। গত ২৬ অক্টোবর দলের মনোনয়ন বোর্ড বিএমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকনকে ঘোষনা দেন।

এদিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খোকনের আবেদনের প্রেক্ষিতে তিনদিনের মাথায় বিএমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী পরিবর্তন করেছে দলের মনোনয়ন বোর্ড। এখানে আওয়ামীলীগের নতুন প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন বোর্ডের প্রধান আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ক্ষমতাবলে পুর্বে ঘোষিত প্রার্থী শহিদুল ইসলাম খোকনের নাম পরিবর্তন করে বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলমকে চেয়ারম্যান পদে নৌকার নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছেন।

 

পাঠকের মতামত: