ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ২৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার : গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক ::  কক্সবাজারে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল সংখ্যক চোরাইকৃত মোবাইল সহ চোরাই চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে ২৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে জেলা পুলিশের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর সকাল ১১টার সময় সেবা টেলিকমের এক বিক্রিয় কর্মীর সরল বিশ্বাসের সুযোগে সিএনজির পিছনে রাখা ২৫টি মোবাইল নিয়ে সিএনজি চালক পালিয়ে যায়।

এ নিয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু হলে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষন করে সিএনজি গাড়ী শনাক্ত করে।

এসময় সিএনজি গাড়ীটি জব্দ করে ড্রাইভারকে চিহ্নিত করে।পরবর্তীতে ২০ অক্টোবর দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় চকরিয়া থানা এলাকা থেকে উক্ত আসামী সিএনজি চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় আসামীর হেফাজত হতে চোরাইকৃত ২৪টি মোবাইল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত: