ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে

 চকরিয়াতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

sdr
প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ জামায়াতে ইসলামি চকরিয়া পৌরসভার উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন,গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, পাঠ্যপুস্তক থেকে অনৈসলামিক বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, ১১ফেব্রুয়ারী সকালে চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে পুরাতন বাস স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ,আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন, সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, পাঠ্যপুস্তক থেকে বিকৃত ইতিহাস ও ইসলাম বিদ্বেষী বিষয় বাতিল করতে হবে, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমিয়ে জনগণের কষ্ট লাঘব করতে হবে,অন্যতায় সরকার পতন আন্দোলন জোরদার করে জালিম শাহীকে বিদায় করা হবে।

পাঠকের মতামত: