ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

৭ জানুয়ারী থেকে চকরিয়া-পেকুয়াতে আর চুরি-ডাকাতি করতে দেবো না -মেজর ইব্রাহিম

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক প্রচারণা শুরু করেছেন। ২০ ডিসেম্বর বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা সমাবেশ করে।

এতে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, কল্যাণ পার্টির উপ-মুহাসচিব এ্যাডভোকেট সাকিব,চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এম নুরুস শফি,২নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম হিমু,৩নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, ছাত্রলীগ নেতা আকিত হোছাইন সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়া-পেকুয়াতে একজন ভালো মানুষ পাঠিয়েছে, তাকে বিজয় করে এই আসনটি সন্ত্রাস,চাঁদাবাজ, গরু-মহিষ চোর মুক্ত করা হবে।

পাঠকের মতামত: