ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

৬৫ হাজার ইয়াবাসহ যুবক আটক, স্বামী-স্ত্রী পলাতক

কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাক নামে মোস্তাক (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের কর্মকর্তারা।

মোস্তাক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানান টেকনাফ মাদকদ্রব্য কার্যালয়ের সহকারি পরিচালক সিরাজুল মুস্তফা।

এতে জানানো হয়, সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ পাইলট স্কুল সংলগ্ন মার্কেটের সামনে মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ইয়াবাসহ মোস্তাককে আটক করা হয়েছে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই ইউনিয়নের হাবিব পাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি এখলাছ মিয়ার ছেলে হারুনর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে আরো ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের আগেই কৌশলে পালিয়ে যায় হারুন ও তার স্ত্রী।

এ ঘটনায় হারুন ও তার স্ত্রীকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোস্তাককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: