ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৬০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক উখিয়ায়

উখিয়া প্রতিনিধি ::  উখিয়ায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা সহ যুবদল নেতা তাজ উদ্দিন কে আটক করেছে পুলিশ।

জানা যায় , উখিয়া থানা পুলিশের একটি চৌকস টিম রবিবার (৮ আগষ্ট) সকালে কুতুপালং বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার টেকনাফ মহাসড়কের কচুবুনিয়া রাস্তার মাথায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
আটক তাজউদ্দিন (৩৫) হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা পালং এলাকার মৃত চেহের আলীর পুত্র । হলদিয়া পালং উত্তর শাখার যুবদল আহবায়ক। পূর্বের কমিটির সাবেক সভাপতি ছিলেন।

আটক তাজ উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

পাঠকের মতামত: