ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

৫ কোটি টাকার ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫ কোটি টাকার ইয়াবাসহ সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাটি স্থলপথে নিষিদ্ধ মাদক ইয়াবা চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আওয়ামী লীগের দলীয় পরিচয় ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে রাজনীতির আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা পাচারের তথ্য পেয়ে শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় মাদক ব্যবসায়ী উছাহ্লা মারমাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উছাহ্লা মারমা হচ্ছে সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়াও পাশাপাশি সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন এই মাদক চোরাচালান কারবারী। তার পিতার নাম ক্যাসিং মারমা। গ্রেফতারের পর তার কাছ থেকে ১লাখ ৭১ হাজার নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উছাহ্লা মারমা মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন চকরিয়া নিউজকে জানান, উছাহ্লা মারমা পিন্টু ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। জেলা কমিটির নির্দেশনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ি পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। ইয়াবাসহ মাদক পাচার, বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই।

পাঠকের মতামত: