ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

৪০ যাত্রীসহ পাকিস্তানি বিমান বিধ্বস্ত

_naz-3অনলাইন ডেস্ক :::

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান ছিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে বুধবার বিধ্বস্ত হয়েছে। রেডিও পাকিস্তানের বরাতে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ডন জানিয়েছে, পিকে-৬৬১ নামে বিমানটি হেভেলিয়ানে অবস্থিত পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির কাছে পাতোলা গ্রামে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল। চিত্রাল বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, গায়ক থেকে ধর্মপ্রচারক হওয়া জুনায়েদ জামশেদ ও তার পরিবার, ডেপুটি কমিশনার উমার ওয়ারাইচ বিমানটিতে ছিলেন। ধারণা করা হচ্ছে, হতাহতের মধ্যে তারাও থাকতে পারেন।
বৈশ্বিক বিমান চলাচল পর্যবেক্ষক সংস্থা এভিয়েশন হেরাল্ড জানিয়েছে, পিকে ৬৬১ অ্যাবোটাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে। কারণ হিসেবে ইঞ্জিনের সমস্যার কথা উল্লেখ করা হয়। ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে ও সেনা মোতায়েন করা হয়েছে। অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তাও বিমান বিধ্বস্তের খবর জানিয়েছেন। স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে বিমানটি চিত্রাই থেকে রওনা দেয়। ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে ৪টা ৪০-এ এর অবতরণের কথা ছিল। পিআইএ’র মুখপাত্র দানিয়াল গিলানি টুইট করেন, ‘পিআইএ’র ৪০ যাত্রীবাহী এটিআর-৪২ এয়ারক্রাফট বা পিকে-৬৬১ চিত্রাই থেকে ইসলামাবাদে যাওয়ার পথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। বিমানটি চিহ্নিত করতে সব ধরণের চেষ্টা করা হচ্ছে।’

পাঠকের মতামত: