ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

২০ দলের বৈঠকে যে সিদ্ধান্ত নিলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক ::

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে করেছেন জোটপ্রধান বেগম খালেদা জিয়া। সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ- নির্বাচনে একক ভাবে প্রার্থী দিবে ২০ দল। জোট প্রধান বেগম খালেদা জিয়া যার নাম ঘোষণা করবেন তাকে নিয়েই ২০ দল নির্বাচন করবে। তবে আলোচনায় তাবিথ আওয়ালের নাম টাই বেশি এসেছে।

২. এ মাসের মধ্যে আইনজীবী ও আলেম ওলামদের উদ্যোগে সমাবেশ করবে।

৩. বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে কেউ অংশ গ্রহণ করবে না।

বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি রেহানা প্রধান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যেজোটের (একাংশ) আব্দুর রকিব, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জোটের শরিক লেবার পার্টির মধ্যে নেতৃত্বের বিভক্তির কারণে মোস্তাফিজুর রহমান ইরান ও হামদুল্লাহ আল মেহেদীর কোনো পক্ষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০ দলীয় জোটের সাথে খালেদা জিয়ার বৈঠক হয়। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

তফসিল ঘোষণার আগেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী দলের মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত: