ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

১৭ রাজাকার সাতকানিয়া-লোহাগাড়ায়

সাতকানিয়া প্রতিনিধি :: রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নামের তালিকায় সাতকানিয়া ও বর্তমান লোহাগাড়ার অন্তত ১৭ জন রাজাকার ও শান্তিকমিটির সদস্যের নাম পাওয়া গেছে। প্রথম ধাপের এ তালিকায় মুক্তিযুদ্ধকালে জাতীয় সংসদের উপনির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করা দুজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এ দুজন হলেন— গাটিয়াডেঙ্গার মৌলভী আবদুল্লাহ নেজামী ইসলাম এবং কাটগড়ের হাজী আবদুল মোনাফ।

সাতকানিয়ার স্বাধীনতাবিরোধী
১. নলুয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা গ্রামের মৌলভী আবদুল্লাহ নেজামী ইসলাম।
২. কাটগড় এলাকার হাজী আবদুল মোনাফ (মুসলিম লীগ)।
৩. আমির হামজা, ঠিকানা জানা যায়নি (সাতকানিয়া থানার মামলা নং ১৫(৬)৭২)
৪. আবদুল আজিজ, ঠিকানা জানা যায়নি (সাতকানিয়া থানার জিডিই নং ৬৭২)
৫. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার আমজাদ আলীর পুত্র শান্তি কমিটির সদস্য দানু মিয়া।
৬. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার লাল মিয়ার পুত্র রাজাকার আহমেদ সোবহান।
৭. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার লাল মিয়ার পুত্র আইচ্ছ্যা মিয়া।
৮. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার লাল মিয়ার পুত্র চাঁদ মিয়া।
৯. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার নুর আলীর পুত্র আবদুল কুদ্দুস।
১০. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার দানু মিয়ার পুত্র আতর আলী।
১১. এওচিয়া ইউনিয়নের আলিনগর এলাকার বাচা মিয়ার পুত্র আশরাফ আলী।
১২. এওচিয়া ইউনিয়নের বাবুনগর এলাকার আবদুর রহমানের পুত্র আলী বকসু।
১৩. দক্ষিণ কাঞ্চনা এলাকার আবদুল খালেকের পুত্র শান্তি কমিটির সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া।
১৪. মাদার্শা গ্রামের মনু মিয়ার পুত্র রহিম বকসু।
১৫. মাদার্শা দেওদিঘি এলাকার খুইল্যা মিয়ার পুত্র আবদুস সালাম।

এর মধ্যে শেষোক্ত ১১জনের নথি নম্বর আইসি-১৫৬/৭৩।

লোহাগাড়ার স্বাধীনতাবিরোধী
১. পশ্চিম কলাউজানের আকরাম উল্লাহ সিকদারের পুত্র বজলুর রহমান সিকদার।
২. আমিরাবাদ গ্রামের মো. নুরুল হকের পুত্র মো. এমদাদুল হক।

প্রসঙ্গত, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ রাজাকার, আলবদর ও আলশামসের নাম প্রকাশ করা হয়েছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

পাঠকের মতামত: