বিশেষ প্রতিবেদক :
২০১৭ সালের ৯ জানুয়ারি হাইকোর্ট চিকিৎসকদের নির্দেশনা দেয় প্রেসক্রিপশন ক্যাপিটাল লেটারে অথবা এমনভাবে ব্যবস্থাপত্র লিখতে হবে যাতে তা সহজেই পড়া যায়। উচ্চ আদালতের সেই নির্দেশনার পর কেটে গেছে ২ বছর ৩ মাস। কিন্তু এরপরও কক্সবাজারের সরকারী হাসপাতালে কর্মরত অধিকাংশ চিকিৎসকরা তাঁদের ব্যবস্থাপত্র লিখছে দুর্বোধ্য ভাষায়। যা পড়তে হিমশিম খায় ফার্মাসিস্টরাও । ফলে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়ছেন রোগি ও তাদের অভিভাবকগন।
এ বিষয়ে গতকাল কক্সবাজার সদর হাসপাতালে হাতের কব্জিতে ব্যথা নিয়ে চিকিৎসা নিয়ে আসা সালেহা বেগম নামের এক নারী বলেন, ডা. সুমনকে আমাকে দেখে প্রেসক্রিপশন লিখে দেয়। সেই প্রেসক্রিপশন নিয়ে আমি শহরের কমপক্ষে ১০ টি ফার্মেসীতে গিয়েছে। কিন্তু কোন ফার্মেসী থেকে ওষুধ সংগ্রহ করতে পারেনি। কারণ ফার্মাসিস্টরা দুর্বোধ্য ভাষায় ব্যবস্থাপত্র লেখায় ওষুধের নাম পড়তে পারেননি । পরে আমি আবার সেই প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালে গিয়ে অন্য আরেকজন চিকিৎসক দেখায় । তিনি আলাদা কাগজে আমাকে স্পষ্ট ভাষায় ইংরেজীর বড় হাতের হরফে ওষুধের নাম লেখে দেয়। এরপর আমি ওষুধ কিনি।
প্রায় প্রতিদিনই চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে সালেহার চেয়ে করুন পরিস্থিতিতে পড়তে হচ্ছে জেলার আনাচে কানাচে থেকে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে রোগীর স্বজনদের।
এ বিষয়ে বাজারঘাটার উদয়ন ফার্মেসীর স্বতাধিকারী বলেন, ২০ বছরেরও অধিক সময় ধরে ফার্মেসী চালাই। ব্যবস্থাপত্র পড়তে না পারায় এই দীর্ঘ জীবনে কত শত প্রেসক্রিপশন ফিরিয়ে দিয়েছি তার কোন ইয়াত্তা নেই। প্রেসক্রিপশনের লেখাগুলো বাংলা নাকি ইংরেজি, নাকি উর্দু ভাষায় লেখা থাকে সেটাই বুঝতে পারি না। আমার মতো অভিজ্ঞ মানুষ যদি এখনও এই সমস্যায় পড়ে তাহলে যারা নতুন ফার্মেসি ব্যবসা শুরু করেছে তাদের অভিজ্ঞতা আরও করুণ। ডাক্তাদের লেখা প্রেসক্রিপশন সম্পর্কে এমনটাই জানালেন
তিনি আরও বলেন, ‘এমনও হয়েছে, রোগী প্রেসক্রিপশন নিয়ে এসেছেন কিন্তু সেখানে কি কি ওষুধের নাম লেখা সেটা বোঝা যাচ্ছে না। তখন চিকিৎসককে ফোন দিয়ে সেই ওষুধের নাম জেনে তাকে ওষুধ দিয়েছি।’
তিনি আরো বলেন, হাইকোর্টের নির্দেশনার পর ভেবেছিলাম হয়তবা এবার পরিস্থিতি বদলাবে। কিন্তু কয়েকজন চিকিৎসক স্পষ্ট অক্ষরে প্রেসক্রিপশন লিখলেও অধিকাংশ চিকিৎসকের ব্যবস্থাপত্র এখনো দুর্বোধ্য।
ব্যবস্থাপত্র নিয়ে বিপাকে পড়ে মোস্তফা কামাল নামের এক ব্যবসায়ী জানালেন, ‘ গতকাল আমি যখন প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেলাম তখন ফার্মেসিতে থাকা ওষুধ বিক্রেতা কিছুই বুঝতে পারছিলেন না। পরে চিকিৎসককে ফোন করে জেনে নিতে হলো ওষুধের নাম। কিন্তু সবার পক্ষে তো আর চিকিৎসককে ফোন দিয়ে ওষুধের নাম জানা সম্ভব নয়।’
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন আবদুল মতিন বলেন, দুর্বোধ্য ভাষায় প্রেসক্রিপন লেখার বিষয়ে উচ্চ আদালতে নিষেধজ্ঞা রয়েছে। তারপরও যদি কোন চিকিৎসক তেমনভাবে প্রেসক্রিপশন লিখে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশ:
২০১৯-০৪-২১ ০৯:৫৪:১৩
আপডেট:২০১৯-০৪-২১ ০৯:৫৪:১৩
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মেশিন ও পাইপ জব্দ
- চকরিয়ায় হত্যা ও সাজসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামী গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতা মূলক সভা সম্পন্ন
- চকরিয়ায় বাড়ির উঠানে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চকরিয়ায় বাজার থেকে জব্দের পর আগুনে পুড়িয়ে দেওয়া হলো ৫ লাখ টাকার পলিথিন
- চকরিয়ায় অবৈধ ৩টি স মিল সিলগালা: বাজারে ৪৫কেজি পলিথিন জব্দ
- নাইক্ষ্যংছড়ি’র ঘিলাতলীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু!
- চকরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান, ১৫ হাজার টাকা অর্থদন্ড
- চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- কিয়ামতের আগ পর্যন্ত আওয়ামীলীগ আর ক্ষমতায় আসবেনা -জমায়াত আমীর শাহাজাহান চৌধুরী
- চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন,পাহাড় কাটা, বনভূমি দখল রোধ, হাতির আবাসস্থল সুরক্ষা নিশ্চিতে মাইকিং প্রচারণা
- মেদাকচ্ছপিয়ায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সচেতনতা মূলক সভা সম্পন্ন
- চকরিয়ায় সড়ক সম্প্রসারণ উন্নয়ন কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে ঠিকাদারের হুমকি, থানায় জিডি
- চকরিয়ায় হাটবাজারে গলাকাটা বাণিজ্য টেকাতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত,
- শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে স্বাগত -মোহাম্মদ শাহজাহান
- চকরিয়ায় হত্যা ও সাজসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামী গ্রেফতার
- চকরিয়ায় অবৈধ ৩টি স মিল সিলগালা: বাজারে ৪৫কেজি পলিথিন জব্দ
- চকরিয়ায় হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ-মাংস ও তরকারি দোকানীকে জরিমানা
- মাতামুহুরী তীরের সবজি খেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
- চকরিয়ায় দলিল জালিয়াতিতে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- চকরিয়ায় কোডেকের কৃষি প্রশিক্ষণ ও চারা বিতরণ সম্পন্ন
- নাইক্ষ্যংছড়ি’র ঘিলাতলীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু!
পাঠকের মতামত: