ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পেকুয়ার সিরাজুল ইসলাম নিহত

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া ::

পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৪৫) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১১ টার দিকে সৌদি আরবে আবাহা বারেক নামক স্থানে তিনি নিহত হন। নিহতের ভাতিজা নিজাম তার চাচা নিহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত সিরাজুল ইসলাম শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকার মৃত গোলাম সোবাহানের ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। নিহত সিরাজুল ইসলাম সৌদি আরবে গাড়ি চালাতেন বলে আত্মীয় স্বজনরা সাংবাদিকদের জানান।

##############

পেকুয়ায় আ’লীগ নেতার পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়া উপজেলা আ’লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক কাজীউল ইনসানের পিতা ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিনের বড় ভাই শামসুদ্দিন আহমদ (৮০) ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ভাই ও ৩ মেয়ে রেখে গেছেন। আজ বেলা ১১ টার দিকে শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে। তিনি শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য ছিলেন। তার মৃত্যুতে শিলখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহীমসহ অনেক গন্যমান্য ব্যক্তি গভীর শোক প্রকাশ করেন। তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের হেদায়াতাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

পাঠকের মতামত: