ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

সেন্টমার্টিনে ব্লু মেরিনকে ১০ লাখ টাকা জরিমানা, কার্যক্রাম বন্ধের নির্দেশ

টেকনাফ প্রতিনিধি ::

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সংশ্লিষ্ট কর্তৃক পক্ষের অনুমতি ছাড়া প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আবাসিক হোটেল নির্মাণ করায় ব্লু মেরিন-২ এর মালিক জাফর আহামেদ পাটোয়ারিকে ১০লাখ টাকার জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। ১২ এপ্রিল বৃহস্পতিবার জরিমানার টাকা নির্ধারণ করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মকবুল হোসেন হোটেল কর্তৃপক্ষকে চিঠি দেন।

আগামী ৭দিনের মধ্যে জরিমানার এ টাকা জমা দেয়ার নির্দেশও দেন। একই সাথে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ার দিয়ারমাথা এলাকায় অবস্থিত মেসার্স ব্লু মেরিন রিসোর্ট-২ নামের আবাসিক হোটেলের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনাও দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব জানান, সেন্টমার্টিনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আবাসিক হোটেল নির্মাণের খবর পেয়ে গত ৯এপ্রিল অধিদপ্তরের একটি টিম সরেজমিন পরিদর্শন করেন। এসময় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অনুমতি ছাড়া মেসার্স ব্লু মেরিন-২ এর অবৈধ কার্যক্রমের সত্যতা পায়।

পাঠকের মতামত: