ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সেই বন্যহাতির মৃত্যু

লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি :: লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে আটকা পড়া ‘গ্যাংগ্রিন’ (পচনশীল ঘা) রোগে আক্রান্ত সেই বন্যহাতিটি মারা গেছে।

আজ রবিবার (১০ নভেম্বর) ভোরে হাতিটি মারা গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পদুয়া ফরেস্ট রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন।

তিনি জানান, গত ৯ নভেম্বর বিকেল ৩টায় কাদায় আটকা পড়া বন্যহাতিটি উদ্ধার করে শুকনা জায়গায় নিয়ে যাওয়া হয়। পরে ধোয়া-মোছা শেষে চকরিয়া উপজেলার দুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের ভেটরিনারী সার্জন মোস্তফিজুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাতিটি আজ ভোরে মারা গেছে।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে একইদিন বেলা সাড়ে ৩টায় হাতিটিকে মাটি চাপা দেয়া হয়েছে। হাতিটির উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সেবায় কোনো ত্রুটি ছিল না।

এদিকে, পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আ স ম দিদারুল আলম ও স্থানীয় মুহাম্মদ তপছির উদ্দিন জানান, ডলু বনবিট অফিসের কর্মকর্তাদের অবহেলার কারণে বন্যহাতিটির মৃত্যু হয়েছে বলে দাবী করা হয়েছে।

x

পাঠকের মতামত: