ঢাকা,সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

সার্জিক্যাল অ্যাটাকের শাস্তি স্বরূপ ক্ষমতা হারাচ্ছেন আইএসআই প্রধান

image_166823_0অনলাইন ডেস্ক :::

ইসলামাবাদ: ভারতের সার্জিক্যাল অ্যাটাকের জেরে ক্ষমতা হারাতে চলেছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফট্যানেন্ট জেনারেল রিজওয়ান৷ এই সংবাদের শোরগোল পাকিস্তানের রাজনৈতিক মহলে৷ আইএসআইয়ের প্রধানকে সরানো সিদ্ধান্তে সিলমোহর দিলে এক সাহসী পদক্ষেপ নেবেন দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ যদিও সংবাদ মাধ্যম সূত্রে খবর আইএসআই প্রধানকে সরাতে পারেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ৷

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে ভারতীয় কম্যান্ডোদের অভিযানের জেরে তীব্র বিতর্কে জড়িয়েছেন নওয়াজ শরিফ৷ এরই মধ্যে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স প্রধানকে সরানো নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আইএসআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেন রিজওয়ান আখতার৷ পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, তাঁর স্থানে নয়া আইএসআই প্রধান হতে পারেন করাচির পুলিশ কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল নাভিদ মুখতার৷  তবে আরও একটি সূত্রে বলছে, সিন্ধ রেঞ্জার্সের ডিরেক্টর জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদ সামলানো বর্তমান আইএসআই প্রধানকে সরানো নাও হতে পারে৷ সংবাদ মাধ্যম

পাঠকের মতামত: