ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা

সাতকানিয়া প্রতিনিধি :: সাতকানিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হয়েছেন ফাতেমা-তুজ-জোহরাকে যোগদান করতে বলা হয়েছে।

আজ সোমবার (৫ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় চেম্বারে রোগী দেখতে যাওয়ার সময় ডা. ফরহাদ কবির নামের এক চিকিৎসককে এক হাজার টাকা জরিমানা করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। প্রত্যাহারকৃত ইউএনও মো. নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে বলা হয়েছে।
এদিকে, সাতকানিয়ার নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা এর আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

পাঠকের মতামত: