সাতকানিয়ার পশ্চিমাংশের চুড়ামনি ও বাঁশখালী উপজেলার পূর্ব সীমানার লটমনি এলাকায় পাহাড়, টিলা ও বনের পাশেই গড়ে উঠেছে এই কয়েকটি ইটভাটা। স্থানীয় মানুষজনের ভাষ্য, এই ভাটাগুলোর মালিকেরা প্রতিবছর ইট তৈরির মৌসুমে পাশের পাহাড় ও টিলা থেকে মাটি কেটে নিয়ে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছেন। কয়েকটিতে দেদার পোড়ানো হচ্ছে বনের কাঠও। এই অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে সেখানে পাহাড় ও টিলার অস্তিত্ব মুছে যাবে।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না। তা ছাড়া, কোনো পাহাড় বা টিলার উপরিভাগে, ঢালে বা তৎসংলগ্ন সমতলে এবং পাদদেশ হতে আধা কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। কোনো ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরির বিধানও নাই।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, গত বছর ইট পোড়ানোর মৌসুমে ওই এলাকার ইটভাটাতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। কিছুদিন আগে ইটভাটা মালিকদের নিয়ে পাহাড় বা টিলার মাটি দিয়ে ইট তৈরি না করার জন্য বলা হয়েছে। তারপরও কোনো ভাটামালিক আইন না মেনে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সরেজমিনে দেখা যায়, লটমনি ও চুড়ামনির প্রায় আধা কিলোমিটারের মধ্যে পাহাড় ও টিলা ঘেঁষে রয়েছে নিজাম উদ্দিন ঝন্টুর খাজা ব্রিকস, কাজল কান্তি দাশের এমবিএফ ব্রিকস, মোহাম্মদ হাসান লিটনের বিবিসি ব্রিকস, আবুল বশরের আরএমবি ব্রিকস ও মোহাম্মদ করিমের কেএমবি ব্রিকস। এই ভাটাগুলোর পূর্ব পাশে ওসমানের ডিবিএম ব্রিকস। ওই ভাটার পাশেই তারেক নামে আরও একজনের একটি ইটভাটা চালু করা হচ্ছে। পাহাড় ও টিলার গায়ে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে নেওয়ার দগদগে চিহ্ন। কথা বলে জানা গেল, এসব ভাটায় পাশের পাহাড় ও টিলার মাটি দিয়েই শ্রমিকেরা ইট তৈরি করছেন। একটি ভাটায় কয়লার কোনো মজুতই দেখা যায়নি। ওই ভাটায় দেদার পোড়ানো হচ্ছে বনের কাঠ।
রমিজ ও চুন্নু নামের দুজন ইটভাটার শ্রমিক বলেন, পাশাপাশি ভাটাগুলোর কোনোটিতে ইটের কাঁচামাল হিসেবে বাইরের কোনো মাটি আনতে হয় না। পাশের পাহাড় ও টিলার মাটি কেটেই ইট তৈরি করা হয়।
লটমনি মৌজার পূর্ব পাশে এবং চুড়ামনি মৌজার পশ্চিম পাশে একটি পাহাড় ছিল। ২০১৫ সালে এই প্রতিবেদক সেখানে গিয়ে সবুজ পাহাড় দেখতে পান। সর্বশেষ গতকাল সেখানে গিয়ে পাহাড়ের অস্তিত্ব দেখা যায়নি বললেই চলে।
২০১৫ সাল। সাতকানিয়া-বাঁশখালী সীমান্তের লটমনি মৌজার পূর্ব পাশে তখনো টিকে ছিল সবুজ পাহাড়টি। স্থানীয় সাবেক এক জনপ্রতিনিধি বলেন, সরকারের আইন অনুসারে পাহাড়, টিলা ও বনাঞ্চলের পাদদেশে ইটভাটা স্থাপনে সম্পূর্ণ বিধিনিষেধ থাকলেও এসব কিছুর তোয়াক্কা না করে এখানকার ভাটামালিকেরা তাঁদের অবৈধ কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের লোকজন অদৃশ্য কারণে আইনি ব্যবস্থা নিচ্ছে না।
ইটভাটার মালিক আবুল বশর ও কাজল কান্তি দাশ বলেন, ‘আমরা আগের বছরগুলোতে পাহাড় বা টিলার মাটি ব্যবহার করলেও এ বছর পাহাড় থেকে মাটি কাটা হয়নি। তা ছাড়া, পাহাড় থেকে মাটি নিয়ে আমরা খুব বেশি লাভবানও হইনি।’
উপজেলার দেওদীঘি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা মর্তুজা আলী সিদ্দিকী বলেন, ব্যক্তিমালিকানাধীন বা সরকারি পাহাড় ও টিলার মাটি কেটে ইট তৈরির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেও জানানো হয়েছিল। সাম্প্রতিক সময়েও পুনরায় জানানো হয়েছে।
এওচিয়া ইউপির চেয়ারম্যান ও পশ্চিম সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, পাহাড়ের মাটি ব্যবহার করে ইট তৈরি না করার জন্য তাঁদের একাধিকবার বলা হয়েছে। সম্প্রতি পাহাড়ের মাটি ব্যবহার করবেন না মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন বলেন, পাহাড় ও টিলার মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
পাঠকের মতামত: