ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সাংবাদিক ইউনিয়নের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

aaসংবাদ বিজ্ঞপ্তি ::

মাদক, মানবপাচার ও জঙ্গিবাদ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেছেন, পুলিশ-সাংবাদিক একে অন্যের পরিপূরক। শান্তিপূর্ণ সমাজ গঠনে দুজনেরই গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. ইকবাল বলেন, কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। পর্যটন, সীমান্ত, চোরাচালান, মাদক ব্যবসাসহ বিভিন্ন কারণে অন্যান্য জেলার চেয়ে এটি ভিন্ন। পুলিশের একার পক্ষে এসব অপরাধ নির্মুল করা সম্ভব নয়। সুন্দর ও মডেল কক্সবাজার গঠনে পুলিশের সাথে সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, আব্দুল কুদ্দুস রানা, অ্যাড. আয়াছুর রহমান, মুজিবুল ইসলাম, সরওয়ার আজম মানিক, দীপক শর্মা দীপু, ইমরুল কায়েস চৌধুরী, মাহবুবুর রহমান।

সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা প্রয়োজন। যেকোন ঘটনায় তথ্য বিভ্রান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে দ্রুত সময়ে সঠিক তথ্য পাওয়া জরুরি। তাই তথ্য প্রাপ্তির বিষয়ে সার্বক্ষণিক একজন কর্মকর্তা নিয়োজিত করার আহ্বান জানাচ্ছি’।

প্রিয়তোষ পাল পিন্টু বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে পুলিশকে সব সময় কঠোর থাকতে হবে। এক্ষেত্রে সকল প্রয়োজনে সাংবাদিকেরা সহযোগিতা করবে’।

ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘কক্সবাজার জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। সরকারের রাজস্ব খাতে এই জেলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। কিন্তু কিছু সমস্যার কারণে এই অবদান ভালভাবে উপস্থাপিত হচ্ছে না’।

জাহেদ সরওয়ার সোহেল বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তাই সরকারের ইতিবাচক কর্মকান্ড এগিয়ে নিতে নবাগত পুলিশ সুপারের সহযোগিতা প্রত্যাশা করছি’।

অ্যাড. আয়াছুর রহমান বলেন, ‘পুলিশের আচরণের গুণগত পরিবর্তনের বিষয়টিও আপনাকে (পুলিশ সুপার) দেখতে হবে। যদিও ইতোমধ্যে অনেক পরিবর্তন হয়েছে’।

আব্দুল কুদ্দুস রানা বলেন, ‘মাদক চোরাচালানের কারণে কক্সবাজার বিশ্ববাসির কাছে বিরূপভাবে উপস্থাপিত হচ্ছে। কক্সবাজারের সুনাম ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে’।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-রামু সার্কেল) রুহুল কুদ্দুস, সাংবাদিক এইচএম এরশাদ, মো. জুনায়েদ, ফরহাদ ইকবাল, রাশেদুল মজিদ, নেছার আহমদ, আহসান সুমন, তৌফিকুল ইসলাম লিপু, শাহাজান চৌধুরী শাহিন, শংকর বড়–য়া রুমি, সৈয়দুল কাদের, সুনীল বড়–য়া, কামরুল ইসলাম মিন্টু, আমিনুল হক আমিন, সুজাউদ্দিন রুবেল, ওমর ফারুক হিরু, ইসমত আরা ইসু, আইরিন আক্তার, আরফাতুল মজিদ, আজিম নিহাদ, শফিউল আলম, চঞ্চল দাশ গুপ্ত প্রমুখ।

পাঠকের মতামত: