বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে দেশের প্রধান বিচারপতি যখন বলেন দেশে আইনের শাসন নেই, তখন বলার অপেক্ষা থাকে না দেশের অবস্থা কোথায়? আওয়ামী লীগ সরকার আজ গোটা দেশকে কারাগারে পরিণত করেছে।’
তিনি বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দিতে বিএনপি নির্বাচনে যেতে চায়। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তাই আমাদের ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এই কথা বলেন।
‘বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ সময় চলছে’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কারণ এ আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের একটা মুখোশ পরে আছে।বাংলাদেশের ইতিহাসে যত দুর্নীতি হয়েছে তার সিংহভাগ এই আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। দেশে বর্তমানে এক দলীয় শাসন ব্যবস্থা চলছে। শুধু একদলীয় শাসন ব্যবস্থা বললে ভুল হবে এক ব্যক্তির শাসন ব্যবস্থা।’
‘এখানে মানবাধিকার বলতে কিছু নেই, জবাবদিহিতাও নেই’ এমনটি বক্তৃতায় উল্লেখ করে তিনি বলেন, ‘নামে মাত্র একটা সংসদ আছে যেখানে জনগণের সমস্যা সমাধানের কোনো আলোচনা করা হয় না। যে সংসদে বিরোধী দল আছে যাকে সবাই বলে গৃহপালিত বিরোধী দল। তারা জলসা পার্টির দর্শক হয়ে শুধু হাতে তালি দেন। বিএনপি এই আওয়ামী লীগ সরকারের দু:শাসনকে পরাজিত করে একটি শান্তিময় দেশ গঠন করতে চায়।’
পাঠকের মতামত: