ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সন্তানের গানে মডেল মা-বাবা কক্সবাজারে

চকরিয়া নিউজ ডেস্ক ::
দুর্গাপূজা উপলক্ষে ‘আমার মা’ নামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন কক্সবাজার জেলার চকরিয়ার কৃতি সন্তান সমরজিৎ রায়। গানটিতে তাঁর বাবা (অবসরপ্রাপ্ত) স্কুল শিক্ষক নেপাল চন্দ্র রায় ও মা রত্না রায় মডেল হয়েছেন। সমরজিতের কথা, সুর, সংগীত ও কণ্ঠে গাওয়া গানটির ভিডিও ধারণ করেছেন অদ্বিতীয় কাব্য ও প্রসেনজিৎ চৌধুরী। শুটিং হয়েছে তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের চকোরিয়ায়। সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। মিক্স ও মাস্টারিং করেছেন জে কে মজলিস।

সমরজিৎ চকরিয়া নিউজের বিনোদন প্রতিবেদককে জানান, ‘অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাকে নিয়ে গান করার। এবার গানটি যখন তৈরি করলাম, তখন মনে হলো মায়ের গানের ভিডিওতে আমার মা থাকলেই তো ভালো হবে। পরপরই আবার মনে হলো মা থাকলে বাবাকেও রাখতে অসুবিধা কোথায়! আমার জীবনে বাবা ও মা—দুজনেরই সমান অবদান। এবার গানে তাঁদের দুজনকে পেয়ে অন্য রকম লাগছে। এককথায় এটি আমার কাছে বিশেষ গান। আশা করছি, সবার ভালো লাগবে।’ ১৫ অক্টোবর সমরজিতের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: