প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্বাচনী অফিস ভাংচুর, মাইকিং এ বাঁধা দেয়া, সমর্থকদের বাড়ী-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-শনিবার ২২ ডিসেম্বর বিকেল ৫টার দিকে মহাজোটের নৌকা প্রতিকের একদল সন্ত্রাসী মিছিল সহকারে এসে কক্সবাজার শহরের ঝাউতলায় ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাংচুর এবং অফিসের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা গুলি করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে মধ্য কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইউনুছের বাড়ীতে নৌকা প্রতিকের সমর্থকরা হামলা চালিয়ে মোটর সাইকেল, টেলিভিশন, ফ্রীজ, মোবাইল ফোন সেটসহ ও মূল্যবান মালামাল লুটপাট ও ভাঙ্গচুর করে। প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে-লুটপাটের সময় মহাজোটের প্রার্থী সাইমুম সরওয়ার কমল নিজেই সেখানে উপস্থিত ছিলেন। একই দিনে সন্ধ্যা ৭টার দিকে নৌকা প্রতিকের সন্ত্রাসীরা কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের নাপিতা ঘোনার যুবদল নেতা হেলাল সহ ধানের শীষের আরো ক’জন নেতা-কর্মী-সমর্থকদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যাপক লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, একই দিন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় ধানের শীষ প্রতিকের মাইকিং চলাকালে মহাজোটের নৌকা প্রতিকের সন্ত্রাসীরা বিকেল ৩টার দিকে সিএনজি থেকে ড্রাইভার ও প্রচারকারীকে নামিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। তাছাড়াও কক্সবাজার সদর-রামুর আরো বিভিন্ন স্থানে মহোজোটের সন্ত্রাসীরা ধানের শীষের নেতা-কর্মী-সমর্থকদের উপর ব্যাপক হামলা চালায় ও নির্বাচনী অফিস ভাংচুর করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এবিষয়ে রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলের কাছে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পাঠকের মতামত: