এম জিয়াবুল হক, চকরিয়া ::
১৯৬৫ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের অজপাড়া এলাকায় প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা উচ্চ বিদ্যালয় অবশেষে ৫৮ বছর পর নবনির্মিত চারতলা বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদের সার্বিক প্রচেষ্ঠায় কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দে নবনির্মিত বিদ্যালয়ের নতুন ভবনটি শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
একাডেমিক ভবনের উদ্বোধনী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সুধী সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সৈয়দা রিফাত আক্তার নিশুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো, সেলিম হোসেন, পহরচাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অমিত নাহা, ঠিকাদার দিদারুল ইসলাম, বরইতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম বাদল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মেম্বার শওকত হোসেন, আবুল হোসেন, নাছির হায়দার, প্রাক্তন শিক্ষার্থী আবদুল গনী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় কমিটির সকল সদস্য, সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে অনেক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কোন সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের টেকসই উন্নয়নে কাজ করেনি। এমনকি জিয়া এরশাদ খালেদা সরকার ছিলেন শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আলাদা। তার বিপরীতে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি সুবিধা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। পাশাপাশি শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ ও অবকাঠামোগত বিস্তর উন্নয়ন উপহার দিয়েছেন আওয়ামী লীগ সরকার। সেইজন্য বলি, শিক্ষার্থীদের জন্য দরকার, শেখ হাসিনার সরকার।
সাংসদ জাফর আলম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্রে পরিণত করা হবে। কাজ করছেন বর্তমান সরকার। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্নয়ন অগ্রগতির মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। সরকারের ভিশনের আলোকে উন্নয়ন অগ্রগতির পাশাপাশি স্মার্ট আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পহর চাঁদা উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে।
সেইলক্ষে পহরচাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মাধ্যমে সুদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আশাকরি শিক্ষকমণ্ডলী ও অভিভাবক মহল এব্যাপারে দায়িত্বশীল ভুমিকা পালন করবেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষথেকে অতিথিবৃন্দ সবাইকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন সাবেক সভাপতি লায়ন কমরউদ্দিন আহমদ ও বর্তমান সভাপতি সৈয়দা রিফাত আক্তার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। ##
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
পাঠকের মতামত: