ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিগগিরই আন্দোলনের ডাক আসবে: নজরুল

অনলাইন ডেস্ক ::image_179973_0

নেতা-কর্মীদের ঝুঁকি নিয়ে লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন,‘শিগগিরই গণতান্ত্রিক আন্দোলনের ডাক আসবে। প্রস্তুতি নিন।’

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর মুক্তির দাবিতে ‘ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলার প্রাক্তন ছাত্রদল’ নেতারা এই সভার আয়োজন করে।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে নজরুল ইসলাম বলেন,‘প্রয়োজনে ঝুঁকি নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণকে সম্পৃক্ত করে লড়াইয়ের ময়দানে নামতে হবে। কারণ শুধু ক্ষমতায় টিকে থাকতে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ যা যা করার প্রয়োজন আওয়ামী লীগ সেই অগণতান্ত্রিক কাজ আরো করে যাবে,’ বলেন বিএনপির এই নীতিনির্ধারক।

আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, মন্তব্য করে তিনি বলেন, ‘তাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অর্পিত দায়িত্ব পালন করতে দিচ্ছে না তারা।’

সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘একটি কথা খুব স্পষ্ট, এই অপকৌশলে জনরায়কে অগ্রাহ্য করার প্রবণতা গণতান্ত্রিক সমাজে বেমানান। এর পরিণতি নিশ্চিহ্ন হওয়া।’

দেশের মানুষ এই সরকারের বিদায়ের মাধ্যমে পরিবর্তন চায় দাবি করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘তারা (জনগণ) আওয়ামী লীগ সরকারের বিকল্প হিসেবে বিএনপিকে মনে করছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় না।’

আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে নজরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ভালো করেই জানে অতীতে বাকশাল প্রতিষ্ঠা করে রক্ষীবাহিনী দিয়ে অত্যাচার নির্যাতন করায় ক্ষমতায় যেতে তাদের ২১ বছর লেগেছে। এবার জনগণের ওপর ছেড়ে দেয়া হলে আবার কখন কবে ক্ষমতায় যাবে তার হিসাব নাই।’

বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

পাঠকের মতামত: